ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্প এর ৭ম সভা অনুষ্ঠিত
ভোলা সমিতি ঢাকার বিবাহ প্রকল্পের আহবায়ক এম ইউ গোলাম রসূল বেলাল এর সভাপতিত্বে গত ৩০।০৮।২০২১সৌদিয়া ট্রেড সেন্টার, বাংলামোটর ঢাকায় অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রকল্পের সদস্য সচিব এস এম মনিরুজ্জামান লিটন।
গৃহীত সিদ্ধান্ত সমূহ :
১।৫ম ও ষষ্ঠ সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন।
২।বিভিন্ন উপজেলা হতে ১৬ জোড়া পাত্র-পাত্রী সংগ্রহ করা হয়।আগামী ১০দিনের পরীক্ষা-নিরীক্ষা পূর্বক চূড়ান্ত মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩।বোরহানউদ্দিন উপজেলা হতে পাত্র-পাত্রী সংগ্রহ না হওয়ায় পুনরায় সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়।
৪।বিবাহ অনুষ্ঠান আগামী ডিসেম্বর ২০২১মধ্যে আয়োজন এর প্রস্তাব গ্রহণকরা হয়।
৫।বিজ্ঞাপন সংগ্রহ :২,৫৫,০০০.০০
৬।সকল সদস্যদের একটি করে বিজ্ঞাপন সংগ্রহের অনুরোধ জানানো হয়।
পূর্ণ পৃষ্ঠা:১০,০০০.০০
অর্ধ পৃষ্ঠা :৫,০০০.০০
৭।বিবাহ অনুষ্ঠানের জন্য দান-অনুদান সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়। সকল সদস্যদের দান/অনুদান প্রদানের অনুরোধ জানানো হয়।
সর্বনিম্ন অনুদানের পরিমাণ :৫০০০.০০
সর্বমোট প্রতিশ্রুতির পরিমাণ :
৯,৬৪,০০০.০০
অনুষ্ঠানের আনুমানিক ব্যয়ের পরিমাণ :৩০,০০,০০০.০০
৮।যাকাত সংগ্রহ এর তালিকা প্রনয়ন।
৯।প্রথম পর্বের বিবাহ অনুষ্ঠান এর ফলোআপ প্রতিবেদন প্রণয়ন দায়িত্ব বন্টন ।
১০।স্মরণিকা বাণী সংগ্রহের দায়িত্ব বন্টন।